About Us

Loss Angeles Abration Test (এল এ টেষ্ট)

Los Angeles Abration Test : নির্মাণ ক্ষেত্রে ব্যবহৃত  aggregate এর toughness ও abrasion characteristics জানার জন্য এই টেষ্ট করা হয়।

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ-    

১) Los Angeles abration machine
২) কাষ্ট আয়রন/ ষ্টীল বল - ৪৮ মিমি ডায়ামিটার ও ৩৯০-৪৪৫ গ্রাম ভরের ৬-১২ টি বল।
৩) sieve- ১.৭০ মিমি., ২.৩৬ মি মি, ৪.৭৫ মিমি, ৬.৩ মিমি, ১০ মিমি, ১২.৫ মিমি, ২০ মিমি, ২৫ মিমি, ৪০ মিমি,  ৫০মিমি, ৬৩মিম, ৮০ মিমি
৪) ব্যালান্স
৫) ওভেন
৬) ট্রে ইত্যাদি।



কার্যপদ্ধতিঃ
১) ওভেন ড্রায়েড (১০৫-১১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা)  স্যাম্পল A, B, C ও D গ্রেডের জন্য ৫ কেজি এবং E, F ও G এর জন্য ১০ কেজি নিতে হবে নিচের টেবিল অনুযায়ী-

  
২) এবার নিচের টেবিল অনুযায়ী বল মেশিনে নিতে হবে-

 গ্রেড বল সংখ্যা  বলের ভর
 A

 ১২ ৫০০০(+/-)২৫
 B ১১ ৪৫৮৪(+/-)২৫
 C ০৮ ৩৩৩০(+/-)২৫
 D ০৬ ২৫০০(+/-)২৫
 E ১২ ৫০০০(+/-)২৫
 F ১২ ৫০০০(+/-)২৫
 G ১২ ৫০০০(+/-)২৫

৩)  নির্ধারিত ভরের স্যাম্পল ও বল মেশিনের সিলিন্ডারে নিয়ে তার মুখ বন্ধ করতে হবে এবং মেশিনটিকে সুইচ অন করে ৩০-৩৩ ঘূর্ণন প্রতি মিনিট গতিতে ঘুরাতে হবে। A, B, C ও D গ্রেডের স্যাম্পলের জন্য ৫০০ বার এবং E, F ও G গ্রেডের জন্য ১০০০ বার ঘুরাতে হবে।

৪) এরপর মেশিনটি বন্ধ করে সিলিন্ডারের মুখ খুলে বলসহ স্যাম্পলগুলো একটি ট্রে তে ঢেলে নিতে হবে।     

৫) তারপর বলগুলোকে আলাদা করে নিয়ে স্যাম্পলগুলো ১.৭ মি.মি. সিভ দিয়ে চেলে নিতে হবে।  

ক্যালকুলেশনঃ 

ধরি,
    A= ওভেন ড্রায়েড স্যাম্পলের ওজন
    B= ১.৭০ মি.মি. সিভের উপরে থাকা স্যাম্পলের ওজন

    তাহলে, স্যাম্পলের এলএ (LA VALUE) ভ্যালু  = ( (A-B)/A)*100


  


  

No comments:

Post a Comment