About Us

Segregation of Concrete bangla (বাংলা)

সেগ্রিগেশনঃ কনক্রিটের হোমোজিনিয়াস ( সমসত্ত্ব) মিক্সিং থেকে এর উপাদানগুলো  আলাদা হয়ে যাওয়াকে কনক্রিটের সেগ্রিগেশন বলে।



কারণঃ সেগ্রিগেশনের কারণগুলো নিন্মরূপ-

১)  সেগ্রিগেশনের মূল কারণ হচ্ছে কনক্রিটের উপাদানগুলোর সাইজের ও স্পেসিফিক গ্রাভিটির পার্থক্য। পানি, সিমেন্ট ও পাথরের স্পেসিফিক গ্রাভিটি যথাক্রমে ০১, ৩.১৫ ও ২.৬-২.৭। স্বভাবতই স্পেসিফিক গ্রাভিটির পার্থক্যের  কারণে কনক্রিটের  হালকা উপাদানগুলো উপরে উঠে যেতে চায়, আর ভারী উপাদানগুলো নিচে পড়ে থাকতে চায়। যা সেগ্রিগেশন ঘটায়।
  
২) কনক্রিটের কাজে ব্যবহৃত পাথর/ খোয়ার গ্রেডেশন ঠিকমত না করা। 

৩) উচ্চ ওয়াটার-সিমেন্ট রেশিও। কনক্রিটিংয়ের সময় পানি বেশি ব্যবহার করলে সেগ্রিগেশন হয়। 
   
৪) কনক্রিটিংয়ের সময় ভাইব্রেশন বেশি  করলে সেগ্রিগেশন হয়।  

৫) কনক্রিটিংয়ের সময় কনক্রিট বেশি উচ্চতা থেকে ফেললে সেগ্রিগেশন হবে।

প্রতিরোধের উপায়ঃ

১) সেগ্রিগেশন প্রতিরোধের জন্য খোয়া/ পাথর, বালি  যথাযথভাবে গ্রেডেশন করতে হবে।

২) ওয়াটার-সিমেন্ট রেশিও যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

৩)  কনক্রিট হ্যান্ডেলিং, ট্রান্সপোর্টিং, প্লেসিং এসব সময় যথাযথ যত্ন নিতে হবে। প্লেসিংয়ের সময় হাইট ১.৫ মিটারের বেশি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

৪) মেকানিকাল ভাইব্রেটর ব্যবহার করে কম্প্যাকশন করলে,  অবশ্যই অধিক যত্নবান হতে হবে।

৫) কনক্রিটের ভিস্কোসিটি বাড়াতে পারলে, তা সেগ্রিগেশন কমাতে সাহায্য করে। সেক্ষেত্রে ভিস্কোসিটি বাড়ানোর জন্য কিছু অ্যাডমিক্সার ব্যবহার করা যায়।   
     
   

No comments:

Post a Comment