ভালো সিমেন্ট চেনার উপায়

সিমেন্ট, নির্মাণ কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।  ঢালাইয়ের কাজে ঢালাইয়ের উপাদানগুলো জমাট বাঁধতে বর্তমানে সিমেন্টের ব্যবহার প্রায় অপ্রতিদ্বন্দ্বী। 
টেকনিক্যাল লোকজন ল্যাব টেস্ট করে সিমেন্টের গুণাবলি জানতে পারবে কিন্তু যারা ল্যাব টেস্ট করতে পারবে না তাদের জন্য???? 
হ্যা তাদের জন্য কিছু ফিল্ড টেস্ট আছ। যার দ্বারা সিমেন্টের ভালো মন্দ সহজেই সবাই চিনতে পারবে।  এই টেস্টগুলো হলোঃ

১) সিমেন্টের ব্যাগের মুখ খুলে ভেতরে জমাটবদ্ধ সিমেন্ট থাকলে তা ভালো সিমেন্ট নয়। ভালো সিমেন্ট কখনো জমাটবদ্ধ থাকবে না।      

২) একটা সিমেন্টের ব্যাগে হাত ঢুকালে ভালো সিমেন্টের ক্ষেত্রে ঠান্ডা অনুভব হবে।

৩) অল্প সিমেন্ট হাতের দুই আঙ্গুলে নিলে ভালো সিমেন্টের 
ক্ষেত্রে মসৃণ অনুভব হবে।   

৪) এক মুঠো সিমেন্ট হাতে নিয়ে মুঠো করে হাত পানির ভেতরে প্রবেশ করালে যখন মুঠোর ভেতরে পানি ঢুকবে তখন ভালো সিমেন্টের ক্ষেত্রে গরম অনুভব হবে।

৫) একমুঠো সিমেন্ট হাতে নিয়ে তা পানিতে ছড়িয়ে দিলে ভালো সিমেন্ট সাথে সাথে পানিতে ঢুবে যাবে কিন্তু সিমেন্ট ভালো না হলে তা পানির উপরে ভেষে থাকবে।

    এই বিষয়গুলো লক্ষ্য করলেই আপনি সহজেই আপনার নির্মাণকাজে ভালো সিমেন্টের উপস্থিতি নিশ্চিত করতে পারবেন।        

                                      

No comments:

Post a Comment

Lapping in Reinforcement

Lapping in Reinforcement L apping in Reinforcement:  Lapping length of reinforcement is one of the important term in RCC. It is a very confu...