ভালো ইট চেনার উপায়



কনস্ট্রাকশন কাজের জন্য ভালো ইট চেনা খুবই জরুরি। এখন চোখে দেখে চেনার পাশাপাশি কিছু ফিল্ড টেস্টও জানা দরকার, যেগুলো যেকোন সাধারণ মানুষও খুব সহজে করতে পারবে ল্যাব পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়বে না। 

ইটের ফিল্ড টেস্টগুলো হচ্ছেঃ

১) একটুকরা ইট নিয়ে এর উপর একটি পেরেক নিয়ে হালকা করে আঁচড় কাটার চেষ্টা করি। ভালো ইটে দাগ পড়বে না আর খারাপ ইটে সহজেই দাগ তৈরি হবে।

২) একটুকরা ইট হাতে নিয়ে একে হাতুড় দিয়ে হালকা আঘাত করি অথবা দুই টুকরা ইট হাতে নিয়ে পরষ্পরকে আঘাত করি। ইট ভাল হলে এখানে সুন্দর মেটালিক সাউন্ড হবে। 
    

৩) প্রথমেে দুই টুকরো ইট নিয়ে একটির উপর আরেকটি নিয়ে  T-আকারের সেইপ তৈরি করি। তারপর একে 1.2-1.5 মিটার উচ্চতায় নিয়ে ফেলে দিলে ভালো ইট ভাঙবে না আর ইট ভালো না হলে ভেঙে যাবে।    

এই প্রক্রিয়া অনুসরণ করে সহজেই যেকেউ ভালো/ মন্দ ইট আলাদা করতে পারবে ।

No comments:

Post a Comment

Lapping in Reinforcement

Lapping in Reinforcement L apping in Reinforcement:  Lapping length of reinforcement is one of the important term in RCC. It is a very confu...