১) প্রথমে চোখের দেখায় আমরা ভালো বালি চেনার চেষ্টা করব। ভালো বালুতে কোন ফরেন ম্যাটেরিয়াল মিশ্রিত থাকবে না। অর্থাৎ এটা ময়লা / আগাছা মুক্ত হবে।
২) এবার অল্প সংখ্যক বালু হাতের তালুতে নিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে ভালো ভাবে ডলা দেয়ার পর ফেলে দিতে হবে। বালুতে কাদা থাকলে তা হাতের তালুতে লেগে থাকবে।
৩) অল্প কয়েক দানা বালু জিহ্বায় দিয়ে এতে লবনের উপস্হিতি আছে কিনা তা বুঝা যায়।
৪) একটি পরিষ্কার কাঁচের পাত্রের ১/৪ ভাগ বালু নিয়ে তাতে অবশিষ্ট ৩/৪ ভাগ পানি নিতে হব। এবার এই মিশ্রণ ভালোভাবে নেড়ে একটা সমতল জায়গায় রেখে দিতে হবে।
রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই বালু নিচে জমা হবে। এখন পরবর্তী ২ ঘন্টায় মধ্যে বালুর উপরে যা জমা হবে তাই বালুতে মিশে থাকা ভেজাল।
মনে রাখা ভাল বালুতে এইসব মিশে থাকা কাঁদা -পলি ৫% এর বেশি হওয়া ঠিক না। আর নির্মাণ কাজে ব্যবহৃত বালু অবশ্যই লবন মুক্ত হতে হবে।
No comments:
Post a Comment